বাংলার সময় প্রতি বৃহস্পতিবার ভিক্ষুক-প্রতিবন্ধী-ভবঘুরেদের খাওয়ান তারা
২৬-০১-২০২১, ২০:১২
আলী আকবর টুটুল

করোনা পরিস্থিতিতে দারিদ্রের কষাঘাতে জর্জরিত কর্মহীন শত শত মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে না পেরে যখন মানবেতর জীবনযাপন করছেন। ঠিক তখনই তাদের এই নিঃশব্দ আর্তনাদ যেন শুনতে পান মাসুদ হাসানের নেতৃত্বে চারজন ব্যবসায়ী। উদ্যোগ নেন অসহায় মানুষদের সহায়তার। গত বছরের জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ভবঘুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করছেন।
উদ্যোক্তারা জানান, আজীবন খাবার বিতরণ অব্যাহত থাকবে।
ঠিকাদার ব্যবসায়ী মাসুদ হাসানের নেতৃত্বে চার জন ব্যবসায়ী উদ্যোগ নেন শহর ও আশপাশের ৫০ জন অসহায় মানুষের জন্য নিজেদের রান্না করা খাবার বিতরণ করার। কখনও বিরিয়ানি, পোলাও ,সাদা ভাতসহ তাদের পছন্দের খাবারও বিতরণ করা হয়। এ রান্নার কাজে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন একজন ছাত্র ও ব্যবসায়ী। নিয়মিত এ কাজে থাকতে পেরেও খুশি তারা।
শীতে খাবারের পাশাপাশি কম্বলও বিতরণ করেছেন তারা।
উদ্যোক্তা ব্যবসায়ী কামরুজ্জামান লিটু জানান, সমাজের বিত্তবানরা যদি আমাদের মত এগিয়ে আসে তাহলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমে যাবে।
বাগেরহাটের এক ব্যবসায়ী আলী হোসেন জানান, অসহায় দুঃস্থদের সেবায় যারা এগিয়ে আসছে তাদের সাধুবাদ জানাই।