বাংলার সময় ফরিদপুরে মোবাইলে প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
২৬-০১-২০২১, ১৬:৪০
সুমন ইসলাম

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইলে প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে চক্রের সদস্যদের জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের চতলার পাড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চতলার পাড় গ্রামের আয়নাল শেখের ছেলে আমিনুল শেখ (১৮), পশ্চিম পাথরাইল গ্রামের ইমদাদ খলিফার ছেলে সহিদুল খলিফা (১৭) ও একই গ্রামের টোকন বয়াতির ছেলে নজরুল বয়াতি (১৬)।
ভাঙ্গা থানার এস আই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার এস আই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।