মহানগর সময় ৪৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৬-০১-২০২১, ১৫:৪৮
মহানগর সময় ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৬ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪৬ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- ইব্রাহীম খলিল সাগর (৪০), তারেক (২৩), কামাল হোসেন (২৭) ও জিয়াউর রহমান (২৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে একটি যাত্রীবাহী বাস এবং নগদ চার হাজার একশ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।