মহানগর সময় চসিক নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ
২৬-০১-২০২১, ০১:০৫
মহানগর সময় ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) শেষ হয় ১৭ দিনের প্রচার-প্রচারণা। এই সময়ের মধ্যে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সন্ত্রাস দমনসহ সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।
২৭ জানুয়ারির নির্বাচনে সাত মেয়রসহ ২২৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৩৫টি কেন্দ্রে মোট ভোটার ১৯ লাখের বেশি।