খেলার সময় ভেতরের কথা বাইরে এলো কীভাবে: সাকিব
২৫-০১-২০২১, ২১:৩৮
খেলার সময় ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হয়েছে রাজসিকভাবে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাকিব হয়েছেন সিরিজ সেরা।
যদিও সিরিজ শুরুর আগে থেকে একটা বিষয় নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সেটা সাকিবের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে। বিশ্বকাপে সাকিব খেলেছিলেন তিন নম্বরে। পেয়েছেন অভাবনীয় সফলতা। ৬০০'র বেশি রান এসেছে তার ব্যাট থেকে। তাই প্রত্যাশিতভাবেই এই সিরিজেও সাকিব তিন নম্বরে খেলবেন এমনটাই ভাবা হচ্ছিল।
তবে সিরিজ শুরুর আগে কোচ জানান, তিন নয় চারে খেলবেন সাকিব। ২০২৩ বিশ্বকাপ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তিনে খেলানো হবে শান্তকে। যে বিষয়টি সাকিবও মেনে নেন।
তবে সিরিজের মাঝপথে হঠাৎ করেই গণমাধ্যমে খবর আসে, আগামী মার্চে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব। সে সময় সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হবার কথা। সে কারণেই স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব। যদিও বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হলেও, তিনি সরাসরি এর কোনো উত্তর দেননি।
এই প্রশ্ন এবার করা হয় সরাসরি সাকিব আল হাসানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হবার পর, কথা বলতে আসেন গণমাধ্যমে। সেখানেই তাকে প্রশ্ন করা হলে উল্টো সাকিব জিজ্ঞেস করেন, 'ভেতরের কথা বাইরে কীভাবে আসে?' সঙ্গে আরও যোগ করেন, আপাতত তার পুরো মনোযোগ আসন্ন টেস্ট সিরিজ নিয়ে। এই সিরিজ শেষে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলবেন।
আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান।