মহানগর সময় শনির আখড়ায় বাসচাপায় একজন নিহত
২৫-০১-২০২১, ২০:৩৫
সময় নিউজ প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম ওয়ালিউল্লাহ (৫২)। দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা ইসলাম।
পুলিশ বলেছে, ওয়ালিউল্লাহ শনির আখড়া থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কাজলার দিকে রাস্তা দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে মহাসড়কটি পার হওয়ার সময় অজ্ঞাত বাসের নিচে চাপা পড়েন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় যাত্রাবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। ওয়ালিউল্লাহ কুমিল্লার তিতাস থানার মৃত আহমেদ আলী সরদারের ছেলে।