মহানগর সময় শাহবাগে হামিদুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
২৫-০১-২০২১, ২০:৩১
শাহরিয়ার জামান দীপ

রাজধানীর শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হামিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের-ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে ডিএমপি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএমপির রমনা জোনের এডিসি হারুন অর রশীদ জানিয়েছিলেন, ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার পর এবার তার হত্যাকারীকেও চিহ্নিত করা হয়েছে। যে কোনো সময় তাকে ধরা হবে। হাইকোর্ট এলাকায় ছুরিকাঘাতে নিহত হামিদুলের পরিচয় শনাক্তের পাশাপাশি অপরাধীকেও শনাক্ত করা গেছে। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে এদিন সকালে নিহতের পরিচয় পাওয়া যায়। তার নাম হামিদুল ইসলাম, সেগুনবাগিচা এলাকায় ডিস লাইনের ব্যবসা করতেন তিনি। তার আনুমানিক বয়স ৪৫ বছর।
প্রসঙ্গত, শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হামিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।