খেলার সময় সাকিবের অনন্য মাইলফলক
২৫-০১-২০২১, ১৭:৩৬
খেলার সময় ডেস্ক

সাকিব আল হাসান। বাইশে গজে তিনি অনন্য এক ক্রিকেটার। তার ধারেকাছেই যেন কেউ নেই। নতুন নতুন অর্জন আর রেকর্ডে ভরা বর্ণিল এক ক্যারিয়ার তার। এবার নতুন এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সোমবার (২৫ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।
লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই প্রথম ম্যাচে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে করেছেন ৪৩ রান। আর বল হাতে নিয়েছেন ২ উইকেট।