খেলার সময় আর মাত্র ৪ উইকেটের অপেক্ষা...
২৫-০১-২০২১, ১২:১৭
খেলার সময় ডেস্ক

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র ৪ উইকেট ঝুলিতে ভরতে পারলেই পেছনে পড়ে যাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তখন বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব।
এখনও পর্যন্ত ২৬৯ উইকেট নিয়ে এ রেকর্ডটি মাশরাফি দখলে। সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে প্রথম ওয়ানডের মতো আজ ওইন্ডিজদের ঘূর্ণির ফাঁদে ফেলে ৪ উইকেট তুলে নিতে পারলে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াবে ২৭০ এ। তবে, ৪ উইকেট নিতে না পারলে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড ছুঁতে অপেক্ষা আরেকটু বাড়বে। যদি ৩ উইকেটও নিতে পারেন তবুও মাশরাফির রেকর্ডে ভাগ বসাতে পারবেন সাকিব।
প্রায় ১৬ মাস পর মাঠে ফিরে প্রত্যাবর্তনটা রাজসিক হালেই করেছিলেন সাকিব। প্রথম ম্যাচেই ৪ উইকেট আর ১৯ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এর পর দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। এই ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসানের ঝুঁলিতে এখন ২৬৬ উইকেট।
এদিকে, সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। হাসান মাহমুদের জায়গা দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ। রুবেল হোসেনের জায়গায় খেলছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।