খেলার সময় য়্যুভেন্তাসের প্রত্যাশিত জয়
২৪-০১-২০২১, ২২:৫৬
খেলার সময় ডেস্ক

সিরিআ'য় প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস। বোলোনিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
সিরিআ'য় শীর্ষে ওঠার দৌঁড়ে বেশ পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস। মিলানের দুই ক্লাবের দাপটের কাছে পেরে উঠতে পারছে না য়্যুভরা। এবার ব্যবধান কমাতে বোলোনিয়ার মুখোমুখি হয় তুরিনের ওল্ড লেডিরা।
প্রতিপক্ষ হিসেবে বোলোনিয়া বেশ দুর্বল য়্যুভেন্তাসের থেকে। তাই ম্যাচের শুরু থেকে আধিপত্য লক্ষ্য করা গেছে স্বাগতিক য়্যুভদের। ফলাফলও আসে দ্রুত। মাত্র ১৫ মিনিটে বোলোনিয়ার জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। তাকে সহায়তা করেন রোনালদো। লিড পায় য়্যুভেন্তাস।
বিরতির আগে আর স্কোর বাড়ানো হয়নি আন্দ্রে পিরলোর শিষ্যদের।
দ্বিতীয়ার্ধ্বে ফিরেও বেশ খানিকক্ষণ ম্যাচের স্কোর থাকে একই। পরে ৭১ মিনিটে গিয়ে লিড দ্বিগুণ করে য়্যুভেন্তাস। ম্যাককেনির গোলে ২-০ তে এগিয়ে যায় তারা। ম্যাচের পরবর্তী সময় আর কোন গোল না হওয়ায় পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিরলোর দল।