খেলার সময় সৌম্যকে ব্যাটিংয়ের সুযোগ দেয়ার দাবি পাইলটের
২৪-০১-২০২১, ২২:৪৪
খেলার সময় ডেস্ক

উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে দলের অন্যদেরকেও সুযোগ করে দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। বিশেষ করে সৌম্য সরকারকে ব্যাটিংয়ের সুযোগ দেয়ার পক্ষে তিনি।
নিউজিল্যান্ড যাবার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের ম্যাচটাই টাইগারদের শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগও পাননি সৌম্য সরকার। আফিফ-সাইফউদ্দিনরা তো একাদশেই ছিলেন না। তাই শেষ ওয়ানডেতে সবাইকে সুযোগ করে দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।
২ ম্যাচেই ক্যারিবিয়ানদেরকে হেসেখেলে হারানোয়, ব্যাটিংয়ের সুযোগ পাননি সৌম্য-মাহমুদউল্লাহরা। এরমধ্যে টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্যকে ৭ নম্বরে নামিয়ে আনায় বেশ সমালোচনাও হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, সৌম্য কোনো ম্যাচে খেলার সুযোগ পায়নি। শেষ ম্যাচে যদি সে না খেলে, তাহলে নিউজিল্যান্ডে সে প্রথম ম্যাচে খেলবে। এটা তার জন্য সমস্যার হতে পারে। তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে হলেও তাকে ব্যাট করার সুযোগ করে দেওয়া উচিত।