মহানগর সময় মাঘের তীব্র শীতে খোলা আকাশের নিচেই তাদের রাত্রিযাপন
২৪-০১-২০২১, ১০:৩৭
সাদাত রহমতুল্লাহ

মাঘের তীব্র শীতে রাজধানীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। একদিকে খোলা আকাশ অন্যদিকে ঘন কুয়াশা, এ দুইয়ে মিলে দুর্ভোগে পড়েছেন তারা। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এসব মানুষের চাওয়া সমাজে উচ্চবিত্তরা এগিয়ে এলে এই শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন তারা।
পৌষের হাড় কাপানো শীত নগরবাসী টের না পেলেও ঠিকই মাঘের শীত হাড় কাপাচ্ছে। মাসের শুরুতেই বাড়তে থাকে শীতের তিব্রতা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস এ দুইটি মিলে যেন এক জবুথবু জনজীবন।
এমন আবহাওয়ায় সবচেয়ে কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দৃষ্টিহীন মুমেনা বেগম শুয়ে আছেন সড়কের পাশে। রাত গভীর হলেও ঘুম ভেঙে যায় শীতের তীব্রতায়। শীত নিবারণের জন্য খুঁজছেন একটু উষ্ণতা। কেউ আবার গরম কাপড়ের অভাবে প্লাস্টিকের কাগজ দিয়ে শীত নিবারণের চেষ্টায় আছেন। কারো কারো চেষ্টা আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার। সড়কে পাশে কেউ বসে আছেন, একটু গরম কাপড়ের আশায়। যখন সড়কের পাশে থামে কোনো গাড়ি তখনই শুরু হয়ে যায় গরম কাপড় নেওয়ার প্রতিযোগিতা।
তবে শীতের রাতেও হাড়ভাঙা পরিশ্রমে চলে যাদের সংসার তাদের কষ্টটা যেন আরো বেশি হয়ে দেখা দেয়।
তীব্র শীত থেকে বাঁচতে এ ছিন্নমূল মানুষের চাওয়া তাদের সাহায্যে এগিয়ে আসুক সমাজের বিত্তবানরা।