মহানগর সময় ‘প্রাথমিকে ঝরে পড়ার হার প্রায় শূন্য’
২৩-০১-২০২১, ২১:০৯
সময় নিউজ প্রতিবেদক

দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশুদের ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কে এম খালিদ এমপি বলেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিকীকরণ, উপবৃত্তি প্রদান ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করার ফলে প্রাথমিক বিদ্যালয়ে এনরোলমেন্ট বা অন্তর্ভুক্তি প্রায় শতভাগে উন্নীত হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীদের হাতে যথাসময়ে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়াতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। এমনকি কোভিড-১৯ পরিস্থিতিতেও ডিজিটাল পদ্ধতি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা যথাসময়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ছেলেদের চেয়ে মেয়েদের এনরোলমেন্ট হার বেশি। মেয়েদের ক্ষেত্রে শতকরা ১০০ ভাগ আর ছেলেদের ক্ষেত্রে ৯৯ দশমিক ৭ ভাগ। আর এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর দক্ষ, বলিষ্ঠ, দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বের কারণে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষার পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' প্রকল্প চালু করা হয়েছে।
কে এম খালিদ বলেন, ছাত্র-ছাত্রীদের পুষ্টি নিরাপত্তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মতো বেসরকারি উদ্যোগ যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এসএমসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্টিকর খাবার মনিমিক্স, মনিমিক্স প্লাস প্রভৃতি তৈরি করছে যা শিশু-কিশোরদের পুষ্টি চাহিদা পূরণ করে আগামী দিনের সুস্থ নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।