মহানগর সময় খুলে দেয়া হলো উদয়াচল পার্ক
২৩-০১-২০২১, ১৮:২০
মহানগর সময় ডেস্ক

অবশেষে খুলে দেয়া হলো মোহাম্মদপুর ইকবাল রোডের উদয়াচল পার্ক।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এলাকাবাসীর খেলাধুলা এবং শরীর চর্চার জন্য মাঠটি উন্মুক্ত করে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পরে, মেয়রসহ অতিথিরা বৃক্ষরোপণ করেন।
এসময় উত্তর সিটির মেয়র জানান, নগরীর মোট ১৬টি পার্ক এবং ৮টি খেলার মাঠ সংস্কারে কাজ শুরু করেছে কর্পোরেশন। কাজ শেষে, মাঠগুলো বিসিবির কাছে হস্তান্তর করা হবে। আর মাঠগুলো বুঝে পেলে, সেগুলো নিয়ে আলাদা কার্যক্রম হাতে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পরে, একটি প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মাঠটিতে। যেখানে অংশ নেন ডিএনসিসি এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।