বাংলার সময় ৭তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
২৩-০১-২০২১, ১৫:৩২
শাহিদুল ইসলাম সবুজ

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে মিঠু হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। নিহত মিঠু জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, সকালে হাসপাতাল নির্মাণাধীন ৮তলা ভবনের কাজ করার সময় ৭তলা ভবন থেকে অসাবধানতা বশত পড়ে যান মিঠু। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।