বাংলার সময় কলমাকান্দায় ভারতীয় মদ-ইয়াবাসহ আটক ৩
২৩-০১-২০২১, ১৫:১১
আলপনা বেগম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার রংছাতি ও পাঁচগাঁও সীমান্ত থেকে পৃথকভাবে অভিযানে তাদের আটক করে।
আটকদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।
পুলিশ জানায়, সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ার কান্দা ব্রিজসংলগ্ন এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ কালিহালা গ্রামের সাইকুল ইসলামকে (৪৫) আটক করে। অপরদিকে উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও নতুন বাজার এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপসহ চৈতা পাঁচগাঁও গ্রামের মো. নজরুল ইসলাম (২৪) ও মনির হোসেনকে (১৯) আটক করা হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।