বিনোদনের সময় নতুন সিনেমার শুটিং শুরু করলেন প্রভাস
২২-০১-২০২১, ১৫:৩০
ওয়েব ডেস্ক

করোনার বিরতি শেষ করে এবার পুরনো উদ্যমে ফিরেছেন ভারতের খ্যাতনামা হিরো প্রভাস। এবার তার নতুন সিনেমা ‘সালার’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের ২৬ তারিখ থেকেই ভারতের গোদাবরীখানীতে শুটিং শুরু করবেন তিনি। ৩ সপ্তাহ সেখানে অবস্থান করার কথা রয়েছে তাদের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের ২৬ তারিখ থেকেই ভারতের গোদাবরীখানীতে শুটিং শুরু করবেন তিনি। ৩ সপ্তাহ সেখানে অবস্থান করার কথা রয়েছে তাদের।
বেশকিছু অ্যাকশন সিনসহ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যধারণ করবেন তারা। সিনেমাটি পুরো ভারতজুড়ে ৫টি ভাষায় মুক্তি দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, লকডাউনের পর সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ওম রাউতের ‘আদিপুরুষ’সহ বেশকিছু সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই মহানতি পরিচালক নাগ আশ্বিনের সঙ্গেও একটি নতুন সিনেমায় স্বাক্ষর করেছেন প্রভাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।