বাংলার সময় ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত
২২-০১-২০২১, ১০:৫৩
ওয়েব ডেস্ক

ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ছিল। সাড়ে তিন ঘণ্টা পর ভিসিবিলিটি বাড়লে পুনরায় বিমান ওঠানামা শুরু হয়।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সময় সংবাদকে জানিয়েছেন, এই সময়ে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাধ্য হয়ে সিলেটের ওসমানি ও চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়। এর মধ্যে বাংলাদেশ বিমানের জেদ্দা থেকে আসা ফ্লাইট সিলেটে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে, শাহজালাল বিমানবন্দরের রানওয়ে কুয়াশার চাদরে ঢাকা থাকায়।
একই কারণে বিমান, নভো এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের সকালের সব ফ্লাইট নির্দিষ্ট সময়ের এক থেকে তিন ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে।
ভিসিবিলিটি ৪০০ মিটারের নিচে চলে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়।
ভিসিবিলিটি ৪০০ মিটারের নিচে চলে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়।
প্রতি বছরই শীত মৌসুমে এমন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিমানবন্দরগুলোর ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস উন্নত না হওয়ায় ঘন কুয়াশায় বিমান চলাচল বন্ধ হয়ে যায়।