মহানগর সময় ওয়ালটনের পরিচালক মাহবুব আলম আর নেই
২২-০১-২০২১, ০৯:৩৪
ওয়েব ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল (২৩) ইন্তেকাল করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।