খেলার সময় জয়ের লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
২২-০১-২০২১, ০৪:৪০
জুম্মান সাদিক জ্যাভলিন

সিরিজ নিশ্চিতের মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও বোলিংয়ের বৈচিত্র্য দিয়ে ক্যারিবিয়ানদের পরাস্ত করবে শিষ্যরা, মন্তব্য টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এদিকে, প্রথম ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ক্যারিবিয়ানরা। ম্যাচটি শুরু হবে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, ক্রিকেটারদের অনুশীলন ছিলো ঐচ্ছিক। তবে বিশ্রাম শব্দটা পরের জন্যই মুলতবি রাখলেন সাকিব-তামিম-মুশফিকরা। বৃহস্পতিবার মধ্য দুপুরে নেমে পড়লেন মিরপুরের মাঠে। গা গরম করেই একে একে ইনডোরের পথে টাইগাররা। প্রথম ম্যাচে স্বাগতিকদের স্কোর কার্ডে সবচেয়ে বেশি রান ক্যাপ্টেনের নামের পাশে থাকলেও, উইকেটে ধুকতে হয়েছে। উইলো খন্ডটাকে বাধ্য করতে জোর প্রচেষ্টা। সাকিবও ছিলেন ছন্দের খোঁজে। মুশফিক আলাদা করে বোলিং মেশিনে করেছেন অনুশীলন।
সাকিব বরাবরই সেরা। তবে সিরিজের প্রথম ম্যাচে হাসি মুখে মাঠ ছাড়ার মূল ভীত্তিটা গড়ে দিতে আলাদা করে নজর কেড়েছে পেস ইউনিট। দ্বিতীয় ম্যাচেও থাকবে মুস্তাফিজ-হাসানদের ম্যাজিক ক্যারিবিয়ানদের এই বার্তাও দিলেন টাইগারদের পেস বোলিং কোচ।
বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, 'হাসান অভিষেক ম্যাচে তার পরিশ্রমের ফল পেয়েছে। আর মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। ওর রিস্ট পজিশন নিয়ে কাজ করা হয়েছে। ডেলিভারিগুলো দুই দিকেই সুইং করিয়েছে। আশা করছি, সামনের ম্যাচগুলোতে বোলারদের আরও বৈচিত্র দেখতে পাবেন।'
প্রথমের মতো দ্বিতীয় ম্যাচের আগেও নির্ভার থাকতে মাঠে আসেনি ক্যারিবিয়ানদের অনুশীলন করেনি ওয়ানডে স্কোয়াড। তবে সাদা পোশাকের ক্রিকেটাররা ছিলেন একাডেমি মাঠে। তবে টিম হোটেল থেকে নিজেদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন পেসার আলজারি জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পেসার আলজারি জোসেফ বলেন, 'উইকেটে ব্যাট করাটা কঠিন ছিলো। তবে এখন আমরা জানি এটার আচরণ কেমন হবে। বাংলাদেশের বোলার-ব্যাটসম্যান সবার ব্যাপারে আমাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভুল গুলো শুধরে জয়ের জন্য খেলবো।'
সিরিজ নিশ্চিতের মিশনে একাদশে আসতে পারে পরিবর্তন। স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে রুবেলের পরিবর্তে দেখা যাবে তাইজুলকে।