বিনোদনের সময় শাকিব খানের বিপরীতে দর্শনা বণিক
২২-০১-২০২১, ০০:৫২
বিনোদন সময় ডেস্ক

পরিচালক ওয়াজেদ আলী সুমনের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সবকিছু ঠিকঠাক থাকলে রুটস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্যাডো’ সিনেমায় দেখা যাবে তাকে। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।
চলতি বছর ২০ মার্চ থেকে শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনা বণিক। শাকিব-দর্শনা ছাড়া আরও চমক থাকবে এ সিনেমায়। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।
শাকিব খান এ সিনেমা অভিনয় করছেন উল্লেখ করে ওয়াজেদ আলী সুমন বলেন, শাকিব খান কাজ করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার বিপরীতে নায়িকা কে থাকছেন এ নিয়ে এখনই কিছু বলতে চাচ্চি না। কলকাতার দর্শনা বণিকের সঙ্গে কথা হয়েছ। সবকিছু ঠিকঠাক থাকলে দর্শনাকে দেখা যেতে পারে।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সবশেষ ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান। শাপলা মিডিয়া প্রযোজিত ওই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শবনম বুবলী।