বিনোদনের সময় সময়ের পর্দায় আসছে ‘অতঃপর আমি’
২১-০১-২০২১, ২০:৪৮
ওয়েব ডেস্ক

অজানা গল্পের ডালি সাজিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন সময়ের পর্দায় আসছে সেলিব্রেটি শো ‘অতঃপর আমি’।
প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সময় টেলিভিশনের পর্দায় দেখা যাবে নতুন এই সেলিব্রেটি শো’টি।
এছাড়াও সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও একই দিন রাত নয়টায় প্রিমিয়ার হবে ‘অতঃপর আমি।
অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। এদিন শুনতে পাওয়া যাবে তার জীবনের অজানা আখ্যান।