বাংলার সময় বিএনপির মেয়রপ্রার্থীসহ পাঁচজন মামলার আসামি
২১-০১-২০২১, ১৬:১৩
কাদির তালুকদার

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীসহ ৫ জন প্রার্থী বিভিন্ন মামলার আসামি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৮ ওয়ার্ডে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে দুইজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সলর পদে ৮ ওয়ার্ডে ২৭ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৪২৭, ৫০৬ ধারায় একটি মামলা চলমান রয়েছে।
অপরদিকে, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহীদুর রহমান শিপন মাদক মামলায়, ৬ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম জননিরাপত্তা আইনে, সাত নম্বর ওয়ার্ডে আজম খান ১৪৩, ৫০৬, ৩২৩ ধারায় এবং নয় নম্বর ওয়ার্ডে আফজালুর রহমান সানু মানহানি মামলার আসামি। প্রত্যেকটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়া বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান থাকলেও যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।