মহানগর সময় দুর্বল নিরাপত্তার বাসাগুলোতে চুরি-ডাকাতি করত তারা
২১-০১-২০২১, ১৫:১২
ওয়েব ডেস্ক

ঢাকা শহরের দুর্বল নিরাপত্তাব্যবস্থার বাসাগুলো চিহ্নিত করে চলত চুরি-ডাকাতি। এমন অপরাধের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে বিভিন্ন চোরাইসামগ্রী ও চুরির কাজে ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কেএম হাফিজ আক্তার।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার ঝটিকা অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। একযোগে গোয়েন্দা পুলিশের ৩২টি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এ ৩৪ জনের কাছ থেকে তার, ট্রাক জব্দের পাশাপাশি উদ্ধার করা হয় টিভি, মোবাইল ফোনসহ চুরির কাজে ব্যবহার করা অস্ত্র-সরঞ্জাম।
পুলিশ জানায়, যেসব বাসার নিরাপত্তাব্যবস্থা দুর্বল সেই বাসাগুলোকে টার্গেট করে ডাকাতি করে যাচ্ছিল একটি চক্রটি।
একই দিন বিশেষ অভিযানে পাসপোর্টসহ সংঘবদ্ধ দালালচক্রের ৫ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।