আন্তর্জাতিক সময় সাড়ে ৮ লাখ স্বাস্থ্যকর্মীকে করোনা টিকা দিলো তুরস্ক
২০-০১-২০২১, ১৭:৫৩
আন্তর্জাতিক সময় ডেস্ক

তুরস্কে ৯০ বছরের বেশি বয়স্কদের করোনার টিকা দিতে শুরু করেছে দেশটি। এদের মধ্যে অনেকেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। চলতি মাসের ১৪ তারিখ থেকে টিকা দিতে শুরু করে দেশটি। এরই মধ্যে দুই ডোজ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রায় সাড়ে আট লাখ স্বাস্থ্যকর্মী।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সব বাসিন্দাকে কোভিড নাইন্টিনের টিকার আওতায় আনতে নতুন করে পাঁচটি গণটিকাদান কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। বয়স্ক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মার্কিনদেরও দেয়া হচ্ছে করোনার টিকা।
কলম্বিয়ায় এখনও পৌঁছায়নি করোনার কোন টিকা। তবে চুক্তি অনুযায়ী টিকার চালান এলেই তা দেশব্যাপী বিতরণ ও মানুষের দেহে প্রয়োগ শুরু করবে দেশটি। এর জন্য সব প্রস্তুতিও নিয়ে রেখেছে দক্ষিণ আমেরিকার দেশটি।
এ বছর ৫ কোটি জনসংখ্যার দেশটিতে ৩ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। যদিও প্রতিবেশী কোস্টারিকা, ব্রাজিল, মেক্সিকো আর চিলিতে এরই মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
করোনার টিকা পেতে শুরু করেছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী। সোমবার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিনের ১ হাজার ডোজ সরবরাহ করা হয় ওই অঞ্চলে।