বিনোদনের সময় ‘মুন্সিগিরি’ করবেন শবনম ফারিয়া
২০-০১-২০২১, ১৬:৫৬
বিনোদন সময় ডেস্ক

সরকারি অনুদানের ‘দেবী’ সিনেমায় অভিনয় করে বড়পর্দায় অভিষেক হয়েছিল শবনম ফারিয়ার। প্রথম সিনেমায় অভিনয় করেই সুনাম কুড়িয়েছেন তিনি। পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসা।
এবার অমিতাভ রেজার নতুন সিনেমায় অভিনয় করবেন ফারিয়া। সিনেমার নাম ‘মুন্সিগিরি’। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও সিনেমায় দেখা যাবে ফারিয়াকে। এমনটাই জানিয়েছেন তিনি।
ফারিয়া বলেন, এটা একটা রহস্য গল্প। সেই গল্পের একটা পার্ট হলো আমার চরিত্র। আমি চরিত্রটি প্রসঙ্গে এখনও ভালো জানি না। কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি। এরপর পুরোটা বলতে পারব।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে সিনেমাটি। আগামী মাস থেকে শুরু হবে ক্যামেরার কাজ। মাহজাবিন রেজা চৌধুরীর প্রযোজনায় ‘মুন্সিগিরি’র চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। গল্পে, মাসুদ মুন্সি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।