বিনোদনের সময় সিনেমা হলেই মুক্তি পাবে ‘রাধে’
২০-০১-২০২১, ১৫:৪৪
বিনোদন সময় ডেস্ক
অনুরোধ রাখলেন সালমান খান। চলতি বছর ঈদে সিনেমা হলেই মুক্তি দিচ্ছেন ‘রাধে’ সিনেমাটি। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউড ভাইজান। সাল্লু ভাইয়ের এ ঘোষণা স্বস্তি ফিরেছে ভারতের হল মালিকদের মাঝে।
করোনার কারণে বন্ধ ছিল ভারতের সিনেমা হলগুলো। বাধ্য হয়ে বিগ বাজেটের সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির দিকে ঝুকেছিল। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’, অনুরাগ বসুর ‘লুডো’, অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’, বিদ্যা বালন অভিনীত ‘শকুন্তলা দেবী’ মুক্তি পেয়েছে ওটিটিতে।
সালমান খানের বিগ বাজেটে ‘রাধে’ সিনেমাটিও ওটিটিতে মুক্তির আওয়াজ উঠেছিল। তারপরই নড়েচড়ে বসে হল মালিকেরা। ওটিটিতে মুক্তি না দেওয়ার দাবি করেন না তারা। তাদের সে দাবি এবং সিনেমা হল টিকিয়ে রাখার জন্যই সালমান খান তার সিদ্ধান্ত বদল করেছেন।
প্রতিবছর বলিউডের ঈদ বাজার দখলে থাকে সালমান খানের। করোনার কারণে গত বছর সেটি হয়নি। কিন্তু এবার ঈদে সালমান খানের নতুন সিনেমা দেখতে পারবেন তার ভক্তরা। নেটদুনিয়ায় তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা।