মহানগর সময় খিলক্ষেত থেকে মা-মেয়ে নিখোঁজ
২০-০১-২০২১, ১৫:৩৯
মহানগর সময় ডেস্ক

রাজধানীর খিলক্ষেত এলাকার উত্তর নাওয়াপাড়ায় মেয়েসহ মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে একটি পরিবার।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা থেকে তারা নিখোঁজ হন বলে জানা গেছে।
নিখোঁজ মায়ের নাম ফাতেমা আক্তার আঁখি (৩০) ও তার মেয়ের নাম আতিফা রহমান আয়াত (৫)। আঁখির স্বামী সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে।
এ প্রসঙ্গে আঁখির মামা আবদুল কাইয়ুম সময়নিউজকে বলেন, সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় আঁখি তার মেয়ে আয়াতকে প্রাইভেট পড়ানোর জন্য বের হয়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত ১০টায় তার শ্বশুরবাড়ি থেকে আমাদের এ খবর জানানো হলে আমরা রাত ১২টায় স্থানীয় থানায় সাধারণ ডাইরি করি। জিডির নম্বর ৯৬৭। তবে পুলিশ আমাদের সহযোগিতা করছে না। আঁখির ফেসবুক আইডি হ্যাক করে একটি ছেলে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিল। আমাদের ধারণা সেই ছেলেই আঁখি আর আয়াতকে গায়েব করে দিয়েছে।
এ ব্যাপারে কথা বলতে সময়নিউজের পক্ষ থেকে দায়িত্বরত এসআই মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।