বিনোদনের সময় সালমান-মৌসুমী একই কোচিংয়ে পড়তেন!
২০-০১-২০২১, ১২:৪২
বিনোদন সময় ডেস্ক

বাংলা সিনেমার আলোচিত জুটি সালমান শাহ ও মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে অভিষেকের ‘অন্তরে অন্তরে’, ‘দেন মোহর’, ‘স্নেহ’ সিনেমায় দেখা গিয়েছিল তাদের। সালমান-মৌসুমী জুটির সব সিনেমা ছিল ব্যবসা সফল।
পর্দায় আসার আগেও সালমান শাহর সঙ্গে পরিচয় ছিল মৌসুমীর। একই কোচিংয়ে পড়তেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান মৌসুমী। তিনি বলেন, সালমান শাহ কলেজে পড়ত, আর আমি স্কুলে। কিন্তু আমাদের কোচিং একটাই ছিল। প্রায় এক বছর আমরা একই কোচিং সেন্টারে পড়েছি। আমাদের প্রায়ই দেখা হতো। তবে তেমন কথা হতো না।
অভিষেকের পর শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। দর্শক হৃদয়ে জায়গা নেওয়ার পাশাপাশি ‘প্রিয় দর্শিনী’ খ্যাতি পেয়েছেন তিনি। বর্তমানে মৌসুমী ব্যস্ত আছেন ‘বাংলার ভাবী’ শিরোনামের একটি সিনেমার চিত্রায়ণ নিয়ে।
অন্যদিকে, অভিষেকের পর ২৭টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালে মৃত্যু হয় তার। নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তার অকাল মৃত্যু মেনে নিতে পারেনি অসংখ্য সালমানভক্ত।