বিনোদনের সময় এবার বলিউড মাতাতে আসছেন শ্রীদেবীর ছোট মেয়ে
২০-০১-২০২১, ১০:৩১
বিনোদন সময় ডেস্ক

শিগগিরই পর্দায় অভিষেক হতে চলেছে প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। স্টার কিডদের ক্ষেত্রে সাধারণত নিজস্ব প্রোডাকশন হাউস থেকেই তারকা কন্যা বা পুত্ররা তাদের প্রথম ছবি করেন। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এই বিষয়ে বনি জানান, কিছু দিনের মধ্যেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন খুশি, কিন্তু তিনি তাকে লঞ্চ করবেন না। বনির আশঙ্কা, তার প্রোডাকশন হাউস থেকে খুশির শুরুটা হলে বাবা হিসেবে তিনি হয় তো মেয়েকে একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলবেন আর পেশাদারি জগতে সেটা একদম বেমানান!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই খুশির অভিষেক ঘোষণা করবেন তিনি। বনি এ প্রসঙ্গে নিজের দুই ভাই সঞ্জয় ও অনিল কাপুরের উদাহরণ টানেন। উল্লেখ্য, অনিল বা সঞ্জয় কেউই নিজেদের প্রোডাকশন থেকে শুরু করেননি। এমনকি অনিলকন্যা সোনম কাপুরকেও লঞ্চ করেছিলেন সঞ্জয় লীলা বানশালী। তাই বাবা হিসেবে খুশিকে আলাদা কোনও সুবিধা তিনি দিতে চান না। আশা করছেন যে, খুশিকেও অন্য কেউ সুযোগ করে দিক!
বনির বক্তব্য, একজন প্রযোজকের মেয়ে হিসেবে খুশি অনেক বেশি গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন পরিপূর্ণ অভিনেতা হওয়ার পথে এই বাড়তি গুরুত্ব অনেক সময়ে বাধা হয়ে দাঁড়ায়। অনিল কাপুর যখন নিজস্ব প্রোডাকশন হাউসে ছবি করেন তখন তিনি রীতিমতো বড় তারকা হয়ে গেছেন। কিন্তু সঞ্জয় ছোট ভাই বলেই হয় তো তার প্রতি স্নেহ অনেক বেশি ছিল বনির। কিন্তু এখন সঞ্জয় অভিনেতা হিসেবে অনেক পরিণত হয়েছেন এবং অনেক ভালো চরিত্র পাচ্ছেন। বাড়ির অতিরিক্ত স্নেহ পেলে সেটা বোধ হয় সম্ভব হতো না।
এমন কোনও প্রযোজক বা পরিচালক যাকে বনি শ্রদ্ধা করেন এবং যার হাতে খুশিকে সঁপে দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন, তার ছবিতেই কাজ করবেন খুশি। কিন্তু খুশির অভিষেকের চেয়েও বড় খবর হলো দীর্ঘদিন প্রযোজনা করার পর এবার অভিনয়ে পা রাখছেন বনি। লভ রঞ্জনের আগামী ছবিতে তাকে দেখা যাবে রণবীর কাপুরের বাবার ভূমিকায়। এর আগে অনিল কাপুরের একে ভার্সেস একেতে একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বনি জানিয়েছেন, বড় চরিত্রে অভিনয় করার জন্য তাকে ক্রমাগত উৎসাহ দিয়েছেন তার ছেলেমেয়েরা।