মহানগর সময় ইউরোপে চাকরির প্রলোভন, দুই মানবপাচারকারী ধরা
২০-০১-২০২১, ০৪:৪৯
মহানগর সময় ডেস্ক

ভুয়া কাগজপত্রে ইউরোপে মানবপাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার শাহজানপুর থেকে তাদেরকে গ্রেফতার করে সিআইডি।
সিআইডি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চেক রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করছে। চক্রের মূলহোতা পর্তুগালে অবস্থান করে ইউরোপের বিভিন্ন দেশে লোক নেওয়ার ভুয়া কাগজপত্র পাঠায়। এরপর চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে প্রথমে ভারতে নিয়ে যায়। ভারতে নেওয়ার পরে পাসপোর্ট,ডলার, রুপিসহ বিভিন্ন জিনিষপত্র নিয়ে যায়। এরপর চক্রের ভারতীয় সদস্যরা ভিসা ইন্টারভিউ এর বিভিন্ন তারিখের কথা বলে সময়ক্ষেপণ করতে থাকে। চক্রটি দীর্ঘদিন ধরে এভাবেই টাকা নিয়ে আসছে বলেও জানায় সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘ভুয়া ওয়ার্ক পারমিট পাঠিয়ে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো এ চক্রটি।’