মহানগর সময় চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
২০-০১-২০২১, ০৪:২৯
ওয়েব ডেস্ক
চট্টগ্রামের অলিগলিতে এখন সিটি নির্বাচনের উত্তাপ। পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট প্রচারণার মাঠ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নগরীর কদমতলী এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর হয়ে ভোট ডাকাতির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।
বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী দিয়ে ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামবাসী এসব সন্ত্রাস এবং ভোট ডাকাতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে।’
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে মতবিনিময় সভার মাধমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। এরপর নগরীর বহদ্দারহাট এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান তিনি।
ব্যক্তিগত রেষারেষি নিয়ে মারামারি নির্বাচনী সংঘাত নয় উল্লেখ করে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নিজের ঘর না সামলিয়ে বিএনপি দোষারোপের রাজনীতি করছে।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ১৪ লাখ। এর মধ্যে নতুন ভোটার রয়েছে ৮৫ হাজার।