আন্তর্জাতিক সময় ট্রাম্পের বিদায়লগ্নে ইরানের সামরিক মহড়া
১৯-০১-২০২১, ২১:৩৭
আন্তর্জাতিক সময় ডেস্ক

১৪দিনে পঞ্চমবার সামরিক মহড়া চালিয়েছে ইরান। ট্রাম্পের বিদায়লগ্নে একের পর এক মহড়া চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে দেশটির সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান বি-ফিফটি টু উড়ার মধ্যেই পাল্টা মহড়া চালিয়ে হুঁশিয়ারি দিল।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশটির দক্ষিণ উপকূল জুড়ে এ মহড়া চালানো হয়। এতে অংশ নয় ইরানে সুজ্জতি বিমান, নৌ এবং সেনা বাহিনীর সদস্যরা। আধুনিক সামরিক সরঞ্জাম নিয়েই মাকরান উপকূল ও ওমান সাগর উপকূলে স্থল, বায়ু এবং সমুদ্র যুদ্ধের জন্য মহড়া চালানো হয়। খবরে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান এবং ইরানের মহড়ায় ওয়াশিংটন-তেহরানের মধ্যকার উত্তেজনা চরমে। বুধবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই আরো একদফা সামরিক মহড়া।
নতুন মহড়া নিয়ে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘শত্রুদের পরাস্ত করতে দেশীয় কৌশল ব্যবহার করেই সামরিক মহড়া হয়েছে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, (১৮ জানুয়ারি) সোমবার মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে আবারও বি-৫২ বোমারু বিমান চালিয়েছে পেন্টাগন।
গত শনিবার ভারত মহাসাগরের উত্তরের অংশে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস- আইআরজিসি।