প্রবাসে সময় কাতারে ভ্যাকসিন পাচ্ছে অভিবাসী-স্থানীয়রা
১৯-০১-২০২১, ২০:২৯
আনোয়ার হোসেন মামুন

কাতারে এবার অভিবাসী ও স্থানীয়রাও পেতে যাচ্ছেন করোনার ভ্যাকসিন। তবে যাদের মেডিকেল কার্ড নেই, অনলাইনে তাদের রেজিস্ট্রেশন করতে হবে।
কাতারে একমাস আগে থেকেই শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেক এর করোনার টিকা দেয়া। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হলেও এবার অভিবাসী ও স্থানীয় নাগরিকরাও নিতে পারবেন টিকা।
হেলথ বা মেডিকেল কার্ড আছে এমন ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগের সময়সীমা মোবাইলে কল বা ম্যাসেজ দিয়ে জানিয়ে দেবে স্থানীয় মেডিকেল কমিশন। তবে যাদের মেডিকেল কার্ড নেই তাদের করোনা ভ্যাকসিন নেয়ার জন্য অনলাইনে করতে হবে রেজিষ্ট্রেশন। বিনামূল্যে ভ্যাকসিন নেয়ার জন্য মেডিকেল কার্ড বানিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা।
কাতারের ২৭টি মেডিকেল ও হেলথ সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। অভিবাসী ও স্থানীয় সব নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে এ ভ্যাকসিন।