মহানগর সময় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ২
১৯-০১-২০২১, ১৮:৩৭
ওয়েব ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী মিহির রায়কে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ফাস্ট ফুড ব্যবসায়ী মিহিরকে ১৩ জানুয়ারি উত্তরা থেকে অপহরণ করা হয়। তাকে ৭ দিন আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১০ লাখ টাকায় রফাদফা হয়। বিকাশের মাধ্যমে তার স্ত্রী অপহরণকারীদের ২ লাখ ৯১ হাজার টাকা দেন। ঘটনায় জড়িত চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রে আরো কয়েকজন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।