অন্যান্য সময় মেধা বাড়ায় চায়ের আড্ডা, আনে কাজের গতিও
১৯-০১-২০২১, ১৪:২৩
অন্যান্য সময় ডেস্ক

চা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চায়ের কাপে আড্ডা বলতে গেলে আমাদের জীবনেরই একটা অংশ। চায়ের কাপের সেই আড্ডা শুধু মন ভালো রাখে না, বাড়ায় মানুষের ‘কগনিটিভ স্কিল’ অর্থাৎ মেধা ক্ষমতাকেও। এমনটাই জানা গেছে গবেষণায়।
২০০৬ সাল থেকে এই বিষয়ে গবেষণা করছে নিউ কাসল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টার প্রজেক্ট।
গবেষণার প্রধান চিকিৎসক এডওয়ার্ড ওকেলো জানাচ্ছেন, গত ১৫ বছর ধরে ৮৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়ে গবেষণা চালিয়েছেন তারা। আর তা থেকে সামনে এসেছে চা-পান সংক্রান্ত অভিনব সব তথ্য। দেখা গিয়েছে, এই বয়সি যে সমস্ত ব্যক্তি চা-প্রেমী ও নিয়মিত অন্তত পাঁচ কাপ করে চা পান করেন, তারা মেধা আর মননে সমবয়সিদের থেকে অনেকটা এগিয়ে।
তারা পরীক্ষা করে দেখেছেন, নিয়মিত চা-পানকারীদের মনসংযোগ যেমন বাড়ে তেমনই বাড়ায় কাজের গতি। এমনকি গাড়ি চালানো, শব্দ-ছক, সুদোকুর সমাধানের ক্ষেত্রেও চা-প্রেমীদের দক্ষতা বাকিদের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে নিউ কাসল বিশ্ববিদ্যালয়ের গবেষণা।
এ প্রসঙ্গে ভারতীয় মনোবিদ জয়িতা সাহা বলেন, যে কোনও সামাজিক মেলামেশাই আমাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। চায়ের আড্ডা নিঃসন্দেহে সেই সামাজিক মেলামেশার অনেকটা সুযোগ করে দেয়। করোনাকালে দেখেছি, অনেকেই বাড়ি-বন্দি হয়ে পড়ায়, একা হয়ে পড়ায় মানসিক উদ্বেগের শিকার হচ্ছিলেন, হতাশায় ভুগছিলেন। এখনও অনেকেই বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে দিনে বার কয়েক যদি চা-খাওয়ার সূত্র ধরেই দু’একজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়, সে বন্ধুবান্ধব হোক বা সম্পূর্ণ অচেনা তা হলেও তার পজিটিভ এফেক্ট আছে। এটা আমাদের ভাল থাকায় প্রভাব ফেলে। আমাদের ভাল থাকতে সাহায্য করে। আর আমাদের মেধা, দক্ষতা, সার্বিক ক্ষিপ্রতা, মনসংযোগ সবই নির্ভর করে এই ভাল থাকার উপর।
সূত্র: আনন্দবাজার পত্রিকা