পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বোনের বিয়েতে সুস্মিতা সেন
১৯-০১-২০২১, ১৪:২০
সুব্রত আচার্য

তিনি বিশ্বসুন্দরী। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীও। মডেল তারকা, সঞ্চালিকা এবং সমাজসেবী হিসেবেও দেশ-বিদেশে পরিচিত মুখ। অভিনেত্রীর বাইরে তিনি কারও মেয়ে, কারও দিদি, কারও স্ত্রী কিংবা পিসি মণিও। বলছি, সুস্মিতা সেনের কথা।
বিশ্বসুন্দরী হিসেবে নন, নন অভিনেত্রী কিংবা সেলিব্রেটি হিসেবেও। এক্কেবারে ঘরের মেয়ে হিসেবেই কলকাতার অদূরে কোন্ননগরে কাকাতো বোনের বিয়েতে সশরীরে হাজির হয়ে গেলেন সুস্মিতা সেন। বিশ্বসুন্দরী অভিনেত্রী দিদিকে পেয়ে আপ্লুত পিঁড়িতে বসা বোনের চোখও সিক্ত হয়ে উঠল মুহূর্তেই।
মাঘ মাস পড়তেই চারিদিকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিয়ের মৌসুম শুরু হয়ে যায়। কলকাতা থেকে আনুমানিক ৬০ কিলোমিটার দূরে হুগলির কোন্নগরে এ রকমই একটি বিয়ের আসরে উপস্থিত রয়েছেন সুস্মিতা সেন। বিয়ের আসরে বসা কন্যা তো আর কেউ নন সুস্মিতা সেনেরই আপন কাকাতো বোন ঐন্দ্রিলা সেন। তাই তাকে তো হাজির হতেই হবে।
রোববার (১৭ জানুয়ারি) মুম্বাই থেকে কলকাতা পৌঁছান সুস্মিতা সেন। বিনা নোটিশে কলকাতা বিমানবন্দর থেকে গাড়িতে চলে যান সোজা কোন্নগরে বোনের বিয়ের অনুষ্ঠানে। সুস্মিতা সেন ছাড়াও এসেছে তার পরিবার।
একদম বাঙালি সাজে বোনের বিয়েতে হাজির হয়ে উপস্থিত সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। বিয়ের অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় এসে ঐন্দ্রিলা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এত ব্যস্ততার মধ্যেও দিদি তার বিয়েতে উপস্থিত হয়েছেন এটা ভেবেই তিনি আবেগাপ্লুত।
সুস্মিতা সেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স খেতাব অর্জন করেন একই সময়ে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া শিরোপাও পান। হায়দ্রাবাদের বৈদ্য ব্রাহ্মণ পরিবারে ১৯৭৫ সালের ১৯ নভেম্বরে জন্মগ্রহণ করে এই অভিনেত্রী। তবে তাদের আদি বাড়ি কলকাতার অদূরে হুগলির কোন্নগরে।
মুম্বাই ইন্ড্রাস্টিতে বাঙালি বংশোদ্ভূত যে কজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, তাদের মধ্যে সুস্মিতা সেন অন্যতম সফল অভিনেত্রী।