বাংলার সময় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ
১৯-০১-২০২১, ০৬:৫৯
করিম ইসহাক

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে আছে ছয়টি ফেরি। এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে পড়েছে দুই শতাধিক যানবাহন। ফলে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মো. খোরসেদ আলম জানান, কুয়াশার কারণে সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত ৩টায় কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।