বাংলার সময় লালমনিরহাটে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত
১৯-০১-২০২১, ০৬:৫৪
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাটে ট্রাকচাপায় এক উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে বড়খাতা থেকে উপ-পরিদর্শক আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম মোটরসাইকেলে হাতিবান্ধা যাচ্ছিলেন। এ সময় খানের বাজার এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও পলাতক রয়েছে চালক ও তার সহযোগী।