বাংলার সময় যৌন নির্যাতনের পর নির্যাতিতের বাবাকে মারধরের অভিযোগ
১৯-০১-২০২১, ০৬:১৯
সাইফুল্যাহ কামরুল

নোয়াখালীতে যৌন নির্যাতনের মামলা তুলে না নেয়ায় নির্যাতিতের বাবাকে মারধরের অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। অভিযুক্ত স্কুলশিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।
মলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাউসার নিয়াজী জানান, ২০১৬ সালে কবিরহাট উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করে নবগ্রাম স্কুলের প্রধান শিক্ষক নুর আলম। এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান ওই শিক্ষক।
তিনি আরও জানান, ১৫ জানুয়ারি অভিযুক্ত শিক্ষক যৌন নির্যাতনের মামলা তুলে নিতে শিক্ষার্থীর বাবাকে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় জেলার চিফ জুডিশিয়াল আদালতে অভিযুক্ত শিক্ষকসহ চারজনকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিচারক।