বাংলার সময় মুক্তিযোদ্ধাকে পেটানোর ঘটনায় মামলা, গ্রেফতার ১
১৯-০১-২০২১, ০৪:৫১
নাসির উদ্দিন উজ্জ্বল

স্বতন্ত্রপ্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমানের (৭২) ওপর হামলার ২৪ ঘণ্টারও বেশি সময় পর মামলা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) মুন্সীগঞ্জ থানায় মামলা রুজু হয়। পরে দুই নম্বর আসামি মো. শাওনকে শহরের কোটগাঁও এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দুকুর রহমান জানান, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মজিবুর রহমানের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলাটি করেন।
এদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুরের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে আদালত চত্বরে আইনজীবীরা মানববন্ধন করেছেন। আহত মুজিবুর রহমান রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, প্রচারণাকালে রোববার সন্ধ্যায় শহরের মাঠপাড়ায় সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমানের ওপর হামলা চালিয়ে নির্মমভাবে পেটায় দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি মুন্সীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ।