খেলার সময় গ্যাবা টেস্ট: শেষ দিনে ৩২৪ তুলতে পারবে ভারত?
১৯-০১-২০২১, ০২:২১
খেলার সময় ডেস্ক

জমে উঠেছে গ্যাবা টেস্ট। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দরকার ১০ উইকেট আর ভারতের প্রয়োজন আরও ৩২৪ রান। ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে অতিথি ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।
ব্রিসবেনে আগের দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৮৯ রান তুলে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন হ্যারিস। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হন ৪৮ রানে। কিন্তু, এরপর মোহাম্মাদ সিরাজের বোলিং তোপে টিকতে পারেনি অজিদের ব্যাটিং লাইনআপ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লাবুশেইনে করেন ২৫ রান। স্টিভ স্মিথ আউট হন ৫৫ রানে। এরপর ক্যামেরুন গ্রিনের ৩৭, টিম পেইনের ২৭ আর ক্যামিন্সের ২৮ রানে ভর করে ২৯৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন মোহাম্মাদ সিরাজ।