খেলার সময় নতুন দায়িত্বে সাবেক গোলরক্ষক বিপ্লব
১৮-০১-২০২১, ১৮:০০
খেলার সময় ডেস্ক

জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে এবার নতুন দায়িত্বে দেখা যাবে। জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২১ সালের জন্য নিয়োগ পেয়েছেন গোলকিপিংয়ে 'বি' লাইসেন্স কোর্স করা এ গোলরক্ষক। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বেতন পাবেন তিনি।
বিপ্লব ভট্টাচার্য ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। টানা ৮টি সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন। এছাড়া ১৯৯৯ সালে সাফ গেমস খেলেছেন। ওই গেমসে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তার মতো দক্ষিণ এশিয়ার আর কোনো ফুটবলারের ৮টি সাফ খেলার অভিজ্ঞতা নেই। ক্লাব ক্যারিয়ারে সবশেষ শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি আগামী দিনের জন্য পাইপলাইনে বেশকিছু ভালো গোলরক্ষক তৈরি করবেন বলে জানান লাল-সবুজদের অন্যতম সেরা এই গোলরক্ষক।