x

বাণিজ্য সময় চীনের অর্থনীতির কোন ক্ষতি করেনি করোনা

১৮-০১-২০২১, ১৩:৫৯

ঈষিতা ব্রহ্ম

fb tw
চীনের অর্থনীতির কোন ক্ষতি করেনি করোনা
02
করোনা মহামারির কারণে ২০২০ সালের পুরোটাই যেখানে সারাবিশ্বের অর্থনীতি বিপর্যস্ত ছিল, সেখানে নাকি চীনের অর্থনীতির কোন ক্ষতিই করতে পারেনি করোনা। অথচ চীনের উহানই করোনার উৎপত্তিস্থল, যেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। সেই চীনের নাকি গেল বছর ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগে সবশেষ ১৯৭৬ সালে নেতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছিল চীন, সেবছর অর্থনীতি সংকুচিত হয়েছিল‌ দশমিক ৬ শতাংশ।
কিন্তু ২০২০ সালের পুরোটাই যেখানে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি কমেছে, সেখানে শুধু চীনই ঘুরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও পূর্বাভাস দিয়েছিল, গেল বছর শুধু একটি দেশই প্রবৃদ্ধি দেখবে, সেটা চীন। চীনের পরিসংখ্যান ব্যুরো বলছে, প্রবৃদ্ধির এ ধারা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।
গেল এক দশকে ২০২০ সালেই প্রথম প্রবৃদ্ধি নিয়ে এতো কাঠখড় পোড়াতে হয়েছে চীনকে। ২০১৯ সালের ডিসেম্বরে করোনা হানা দেয়ার পর ২০২০ সালের প্রথম প্রান্তিকেই তা ভয়াবহ আকার ধারণ করে। সাথে সাথে ৭ শতাংশ সংকুচিত হয়ে যায় দেশটির প্রবৃদ্ধি।
এরপর থেকেই দেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে আর সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রণোদনা প্রকল্প চালু করে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার চেষ্টা করেছে চীন। সবকটা পদক্ষেপই হয়তো কাজে দিয়েছে। তাই তো গেল বছরের তৃতীয় প্রান্তিকেই প্রবৃদ্ধি আবারো ৫ শতাংশের কাছাকাছি হয়েছিল। ডিসেম্বরে দেশটির শিল্পখাতের কার্যক্রম রেকর্ড বেড়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে এ হার বেড়েছিল ৭ দশমিক ৩ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, মহামারির এ সময় যখন বিশ্বের প্রায় সব দেশ টালমাটাল অবস্থায় ছিল, তখন শুধু চীনই মাথা উঁচু করেছিল। এ সময় চীনে বিনিয়োগ বেড়েছে। ২০২০ সালে চীনের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৫৩ হাজার ৫শ’ কোটি ডলার। যা ২০১৯ সালের চেয়ে ২৭ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, লকডাউনের কারণে সারাবিশ্বের মানুষ বাড়ি থেকেই কাজ করায় চীনের ইলেক্ট্রনিক্স পণ্যের বিক্রি এ সময়টায় অনেক বেড়েছে। তবে সারাবছর প্রায় ৪ শতাংশ কমেছে খুচরা বিক্রি।
কোভিড-১৯ এর কারণে বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়। দ্বিতীয় প্রান্তিকে ৩ দশমিক ২ শতাংশ সম্প্রসারিত হয়। তৃতীয় প্রান্তিকে প্রায় ৫ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে সাড়ে ৬ শতাংশ সম্প্রসারিত হয় দেশটির প্রবৃদ্ধি।

করোনা ভাইরাস লাইভ

আরও সংবাদ

করোনা ভাইরাস লাইভ ›

লাইভ অনুষ্ঠান বুলেটিন ছবি ভিডিও টিভি আর্কাইভ
বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
সর্বশেষ সংবাদ
অনুসদ্ধান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop