বাংলার সময় মাদরাসায় ভর্তির দিনেই সড়কে ঝরল ছোট্ট তানভীরের প্রাণ
১৭-০১-২০২১, ১৫:৩৮
শহিদুল ইসলাম হিরা

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘনায় নয় বছরের শিশু তানভীর নিহত হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর বাবা আ. হালিম।
রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া এলাকার বাসিন্দা।
সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, আ. হালিম তার ছেলে তানভীরকে ঢাকার একটি মাদরাসায় ভর্তি করানোর জন্য ভ্যানগাড়ী যোগে বাসে উঠিয়ে দেওয়ার জন্য নকলায় আসছিল। শেরপুর-নকলা আঞ্চলিক সড়কের জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তানভীর। আহত অবস্থায় তার বাবাকে প্রথমে নকলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।