মহানগর সময় মাঘে বাঘ কাঁপে, কিন্তু এ শীতে নয়
১৭-০১-২০২১, ১৫:২৪
মহানগর সময় ডেস্ক

সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে ঢাকায়। তখন শীতের মাত্রা কমতে থাকে। আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে। তবে এই মৌসুমে শীতের তীব্রতা বাড়ার শঙ্কা নেই।
বাংলা মাঘ মাসের ৩ তারিখ তবুও দেখা নেই হাড়কাঁপানো শীত। বিশেষ করে সকালে হালকা শীতের আবহ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দিনের তাপমাত্রা।
তবে মাঘ মাসের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে রাজধানীতে নেই তার কোনো প্রভাব।
তবে চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
রোববার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উত্তরাঞ্চলের জেলা, সৈয়দপুর, বগুড়া, রংপুরসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।