বাংলার সময় খালের মধ্যে কিশোরের লাশ
১৭-০১-২০২১, ১৪:৫৯
জুয়েল মৃধা

যশোরের বাঘারপাড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত (১৫) কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জানুয়ারি) সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, রোববার সকালে রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যের খালে ওই কিশোরের মরদেহ দেখতে পায় এক নারী। এরপর তিনি স্থানীয় গ্রামপুলিশকে বিষয়টি জানান। তার কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের শরীরে লাল গেঞ্জি, কালো জ্যাকেট ও কালো প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা।