মহানগর সময় বইমেলা নিয়ে বাংলা একাডেমির বিজ্ঞপ্তি
১৭-০১-২০২১, ১৩:৫০
ওয়েব ডেস্ক

ফেব্রুয়ারি মানেই প্রাণের মেলা। পায়ে পায়ে সবার গন্তব্য বইমেলা প্রাঙ্গণ। ক্যালেন্ডারের পাতায় আসছে ফেব্রুয়ারি, কেবল তোড়জোড় নেই সেই আয়োজনের। বাঙালির মননশীলতা, সৃষ্টিশীলতার এই উৎসব থমকে আছে অদৃশ্য এক শত্রুর কাছে। তবে থমকে থাকা অবস্থা থেকে মুক্তি দিল বাংলা একাডেমি। রোববার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ভার্চুয়ালি নয় বরং আগের মতোই বইমেলা অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘বইমেলা স্থগিত হয়েছে বাতিল হয়নি। পরবর্তীতে কখন শুরু হবে পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে আমরা সেটা ঘোষণা করব।’
এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘বইমেলা স্থগিত হয়েছে বাতিল হয়নি। পরবর্তীতে কখন শুরু হবে পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে আমরা সেটা ঘোষণা করব।’
প্রতি বছরের মতো এবারও বইয়ের পাতায় বুঁদ হবে পাঠক, বাঙালির প্রাণের মেলায় প্রাণের সম্মিলন হবে, এমটাই সবার প্রত্যাশা।