লাইফস্টাইল একসময় শুধু রাজ পরিবারের সদস্যরাই নেইল পলিশ ব্যবহার করতেন
১৭-০১-২০২১, ১০:৫৭
সৈয়দ জুয়েল
নেইল পলিশের সঙ্গে নারীর নখের সখ্য হাজার বছরেরও বেশি সময়ের। তবে একসময় শুধু রাজ পরিবারের সদস্যরাই এটি ব্যবহার করতেন। শুরুতে দুই রঙের থাকলেও আধুনিক যুগে নারীর নখ রাঙাতে নানা রঙের নেইল পলিশ দেখা যায় এখন শপিংমলে।
নারীর নখ নিয়ে মধ্যযুগীয় কবি ভারতচন্দ্র রায়গুনকার লিখেছিলেন, শরতের চাঁদ পড়ে থাকে তার প্রেয়সীর নখের কাছে। সেই নখ সাজানোর জন্য দীর্ঘকাল ধরেই নারীদের কাছে জনপ্রিয় নেইল পলিশ।
প্রাচীন চীনের চৌ রাজবংশের সদস্যরা খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে নেইল পলিশ প্রথম ব্যবহার শুরু করেন। তখন সোনালি ও রুপালি রঙের মাঝেই সীমাবদ্ধ ছিল। এরও অনেক পরে ১৬৪৪ সালের দিকে মিং রাজবংশ মোম, ডিমের সাদা অংশ, জীবজন্তুর হাড়, বাবলা গাছের আঠাসহ নানা ধরনের উদ্ভিদ থেকে তৈরি করত নখ রাঙানোর প্রাকৃতিক রং। মূলত সে থেকেই নেইল পলিশে নানা রঙের প্রচলন শুরু।
আধুনিক যুগের নারীদের নখের যত্ন বেড়ে যাওয়ায় নখ পরিচর্যা ও নেইল পলিশ লাগানোর ব্যবসাও এখন বেশ জমজমাট, তাই গড়ে উঠছে নেইল বারও। জনপ্রিয় হয়ে উঠছে নেইল আর্ট করা কৃত্রিম নখও।
১৩ ধরনের নেইল পলিশে আধুনিকতার ছোঁয়া দিতে রিমেল, রেভলন, মাইমুড, বেরিম, সেলি হ্যামসনসহ নামিদামি ব্রান্ডের নেইল পলিশ রয়েছে নখ সাজাতে। তবে বেশি করে গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহার করলে নখে স্থায়ীভাবে দাগ পড়ে, এমনকি নখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গাঢ় রঙের নেইল পলিশ হলে একবারের বেশি প্রলেপ দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।