মহানগর সময় জুরাইনে বিক্রমপুর প্লাজায় আগুন
১৭-০১-২০২১, ০০:০০
মহানগর সময় ডেস্ক

রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। শনিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, জুরাইনের বিক্রমপুর প্লাজায় আগুনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।